ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করুন ১ মিনিটে

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করুন ১ মিনিটে

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন অথচ পাসপোর্ট চেক নিয়ম সম্পর্কে কিছুই জানেন না। তাহলে আপনি ইচ্ছা করলে অনলাইনে ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন।

পাসপোর্টের স্ট্যাটাস জানতে আর পাসপোর্ট অফিসে যেতে হবে না। ডিজিটাল এই যুগে, এখন ঘরে বসে পাসপোর্ট হয়েছে কিনা চেক করা যাবে।

আপনি যদি ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট যাচাই করতে না পারেন তাহলে নিচের নিয়মটি ভালোভাবে ফলো করুন।

পাসপোর্ট চেক করতে কি কি লাগবে?

পাসপোর্ট যাচাই করতে Application ID অথবা Online Registration ID এবং আবেদনকারীর জন্ম তারিখ লাগবে। এই দুটো নাম্বার হলেই আপনি অনলাইনে পাসপোর্টের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

তবে এখন কথা হচ্ছে, Application ID কোথায় পাবো? পাসপোর্ট এর আবেদন শেষে অফিস থেকে একটি ডেলিভারি কাগজ দেওয়া হয়। সেই কাগজের বাম পাশে ১৩ সংখ্যার যে নাম্বার রয়েছে সেটাই Application ID।

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করতে https://www.epassport.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর Application ID এর ঘরে ডেলিভারি স্লিপে থাকা নম্বর এবং Select date of birth এর ঘরে জন্ম তারিখ লিখুন। অতঃপর I am Not Robot এ ক্লিক করে “Check Status” এ প্রেস করলে পাসপোর্ট হয়েছে কিনা দেখতে পারবেন। আরো বিস্তারিত জানতে নিচের ধাপগুলো ফলো করুন।

ধাপ ১ঃ অনলাইনে পাসপোর্ট চেক করতে https://www.epassport.gov.bd/landing ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর মেনুবার থেকে “Check Status” অপশনে ক্লিক করুন।

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক ২০২৪

ধাপ ২ঃ এখন Application ID এর ঘরে ডেলিভারি স্লিপে থাকা ১৩ ডিজিটের আইডি দিন। তারপর Select date of birth এর ঘরে আবেদনকারীর জন্ম তারিখ, মাস ও সাল দিন।

শেষ ধাপঃ এরপর I am Not Robot অপশনে ক্লিক করে দিন। পরিশেষে Check বাটনে প্রেস করলে পাসপোর্ট হয়েছে কিনা জানতে পারবেন।

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক ২০২৪

উপরের ছবির মতন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এ যদি Approved লেখা আসে তাহলে আপনার পাসপোর্টের আবেদন সফল হয়েছে।

আর যদি ‘Passport issued’ লেখা আসে তাহলে বুঝতে হবে, আপনার পাসপোর্ট হয়ে গেছে। আপনার পাসপোর্ট লোকাল পাসপোর্ট অফিসে ইতিমধ্যে ডেলিভারি হয়েছে।

তাছাড়া যদি Enrolment in Process লেখা আসে তাহলে আপনার আবেদনটি পরীক্ষা করা হচ্ছে। সর্বোচ্চ ৭ দিনের মধ্যেই আবেদন Approved হবে।

ডেলিভারি স্লিপ দিয়ে নতুন পাসপোর্ট চেক করুন 

ডেলিভারি স্লিপ দিয়ে নতুন পাসপোর্ট চেক করার জন্য https://www.epassport.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করুন। এখান থেকে Check application status অপশনে ক্লিক করবেন। 

তারপরে আপনার পাসপোর্ট আবেদনের এপ্লিকেশন আইডি নাম্বার লিখুন। এরপরে আপনার জন্ম তারিখ লিখবেন। অতঃপর ক্যাপচা পূরণ করে Check বাটনে ক্লিক করুন। 

এভাবেই ডেলিভারি স্লিপ দিয়ে নতুন পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারবেন। তাই দেরি না করে এখনই E-Passport Online Portal  ওয়েবসাইটে গিয়ে আপনার পাসপোর্ট হয়েছে কিনা যাচাই করে নিন।

এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক ২০২৪

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেকিং করার সহজ উপায় এসএমএস পাঠান। মোবাইলে এসএমএস পাঠানোর মাধ্যমে পাসপোর্টের সর্বশেষ অবস্থা জানা যায়।

এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন START EPP স্পেস Application ID তারপর 16445 নাম্বারে পাঠিয়ে দিন।

উদাহরণস্বরূপঃ SRART EPP 4002-13436753

কিছুক্ষণ অপেক্ষা করলে ফিরতি মেসেজের মাধ্যমে পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থা জানিয়ে দিবে।

পাসপোর্ট কেন চেক করবেন?

ভিসা করতে চাইলে পাসপোর্ট দরকার হয়। পাসপোর্ট ছাড়া কখনোই ভিসার জন্য আবেদন করতে পারবেন না। ভিসা করতে গিয়ে যদি দেখেন আপনার পাসপোর্ট বৈধ না তাহলে কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

আবার সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে আমরা পাসপোর্ট জমা দিয়ে থাকি‌। এখন সেখান থেকে যদি বলে আপনার পাসপোর্ট বৈধ না। তাহলে কিন্তু আপনার সে কাজটা আর হবে না।

এছাড়া বর্তমানে আমাদের দেশের কিছু দালাল চক্র সাধারণ মানুষকে নকল পাসপোর্ট দিয়ে প্রতারিত করছে।

এজন্য পাসপোর্ট চেক করা খুবই গুরুত্বপূর্ণ। তাই অনলাইনে পাসপোর্ট যাচাই করার মাধ্যমে জানতে পারবেন আপনার পাসপোর্ট বৈধ না অবৈধ।

FAQ’s

পাসপোর্ট চেক করতে কি কি লাগে?

অনলাইনে পাসপোর্ট যাচাই করতে Application ID এবং আবেদনকারীর জন্ম তারিখ লাগে।

পাসপোর্ট কত দিনে পাওয়া যায়?

সাধারণত পাসপোর্ট পেতে সর্বোচ্চ ১ মাস সময় লাগে। আবার অনেক আবেদনকারী ৭-১৫ দিনের মধ্যেই পাসপোর্ট হাতে পেয়ে যায়। এছাড়া অতি জরুরি পাসপোর্ট ২ দিন পাওয়া যায় ।

ইমার্জেন্সি পাসপোর্ট করতে কতদিন সময় লাগে?

ইমার্জেন্সি পাসপোর্ট করতে সর্বোচ্চ ২ দিন সময় লাগে। অর্থাৎ, অতি জরুরি পাসপোর্ট ২ দিনে পাওয়া যায়। তবে এক্ষেত্রে আবেদন ফি অনেক বেশি।

পাসপোর্ট প্রিন্ট হতে কতদিন লাগে?

পাসপোর্ট যাচাই করার সময় যদি Pending in Print Queue স্ট্যাটাস দেখতে পান তাহলে আপনার পাসপোর্ট প্রিন্টে পাঠানো হয়েছে। পাসপোর্ট প্রিন্ট হতে ৩ থেকে ১৪ দিন সময় লাগে।

পাসপোর্ট আসতে দেরি হচ্ছে কেন?

অনেক কারণেই পাসপোর্ট আসতে দেরি হতে পারে। পাসপোর্ট আসতে দেরি হচ্ছে কেন তার কারণ জানতে উপরের দেখানোর নিয়মে পাসপোর্টের সর্বশেষ অবস্থা চেক করে জেনে নিন।

সারকথা

প্রিয় পাঠক আশা করি, ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার সঠিক নিয়ম জানতে পেরেছেন। এছাড়াও পাসপোর্ট যাচাই করতে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *