বিভিন্ন কারণে-অকারণে পাসপোর্ট তৈরি করার সময় ভুল হয়ে যায়। আপনার পাসপোর্টে যদি কোন তথ্য ভুল থাকে তাহলে তা দ্রুত সংশোধন করা উচিত।
পাসপোর্ট সংশোধন নিয়ে কমন প্রশ্ন পাসপোর্ট সংশোধন করতে কত টাকা, কি কি লাগে এবং সংশোধন করতে কতদিন সময় লাগে ইত্যাদি। তাই চলুন, আজকের পোস্ট থেকে পাসপোর্ট সংশোধন ফি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই।
পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে?
পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে তা আপনার পাসপোর্ট এর পৃষ্ঠা এবং মেয়াদের উপর নির্ভর করবে। সাধারণত পাসপোর্ট সংশোধন ফি, রিনিউ ফি এবং পাসপোর্ট আবেদন ফি একই হয়ে থাকে।
৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট সংশোধন ফি –
- রেগুলার ৪০২৫ টাকা
- জরুরী ৬৩২৫ টাক
- অতি জরুরী ৮৬২৫ টাকা।
৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠা পাসপোর্ট সংশোধন ফি –
- রেগুলার ৬৩২৫ টাকা
- জরুরী ৮৬২৫ টাকা
- অতি জরুরী ১২০৭৫ টাকা।
১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট সংশোধন ফি –
- রেগুলার ৫৭৫০ টাকা
- জরুরী ৮০৫০ টাকা
- অতি জরুরী ১০৩৫০ টাকা।
১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠা পাসপোর্ট সংশোধন ফি –
- রেগুলার ৮০৫০ টাকা
- জরুরী ১০৩৫০ টাকা
- অতি জরুরী ১৩৮০০ টাকা।
আরো পড়ুনঃ ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত?
পাসপোর্ট সংশোধন ফি ২০২৪
৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট সংশোধন ফি –
- রেগুলারঃ ৪,০২৫ টাকা
- জরুরীঃ ৬,৩২৫ টাক
- অতি জরুরীঃ ৮,৬২৫ টাকা।
৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠা পাসপোর্ট সংশোধন ফি –
- রেগুলারঃ ৬,৩২৫ টাকা
- জরুরীঃ ৮,৬২৫ টাকা
- অতি জরুরীঃ ১২,০৭৫ টাকা।
১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট সংশোধন ফি –
- রেগুলারঃ ৫,৭৫০ টাকা
- জরুরীঃ ৮,০৫০ টাকা
- অতি জরুরীঃ ১০,৩৫০ টাকা।
১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠা পাসপোর্ট সংশোধন ফি –
- রেগুলারঃ ৮,০৫০ টাকা
- জরুরীঃ ১০,৩৫০ টাকা
- অতি জরুরীঃ ১৩,৮০০ টাকা।
আরো পড়ুনঃ ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে কি কি লাগে
পাসপোর্ট বয়স সংশোধন করতে কত টাকা লাগে ২০২৪
পাসপোর্টের বয়স সংশোধন করতে উপরোক্ত নির্ধারিত ফি জমা দিতে হবে। এছাড়া পাসপোর্টের অন্যান্য তথ্য সংশোধন করতেও উপরোক্ত সরকারি নির্ধারিত টাকা লাগবে।
পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে?
পাসপোর্ট সংশোধন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল প্রয়োজনীয় কাগজপত্র। কারণ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পাসপোর্ট সংশোধন করতে পারবেন না। পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে নিচে তার তালিকা দেওয়া হলঃ
- লিখিত ই-পাসপোর্ট সংশোধন আবেদনপত্র
- পাসপোর্ট সংশোধন অঙ্গিকারনামা
- বর্তমান পাসপোর্টের কপি
- ভোটার আইডি কার্ড বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- ভুল তথ্যের প্রমাণের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ, বিবাহের সনদ, নাম পরিবর্তনের গেজেট নোটিশ ইত্যাদি
- আবেদনকারীর সদ্য তোলা 3R সাইজের রঙিন ছবি
- আবেদনকারী বিবাহিত হলে কাবিননামা এবং চাকরিজীবী হলে GO/NOC।
পাসপোর্ট সংশোধন করতে কতদিন সময় লাগে?
পাসপোর্ট সংশোধন আবেদনের উপর নির্ভর করবে পাসপোর্ট সংশোধন হতে কতদিন সময় লাগবে।
সাধারণত রেগুলার পাসপোর্ট সংশোধন হতে ২১ দিন, জরুরী পাসপোর্ট সংশোধন হতে ৭ দিন এবং অতি জরুরী পাসপোর্ট সংশোধন হতে ৩ দিন সময় লাগে।
Leave a Reply