১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত? 

১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি ২০২৪

নতুন পাসপোর্ট করার আগে ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত তা জানা দরকার। কারণ বর্তমান দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট করতে অনেকেই অধিক টাকা খরচ করছে। তাই ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে জেনে রাখুন।

দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারি-বেসরকারি কাজ অথবা বিদেশে ভ্রমণ সবকিছুই করতে পাসপোর্ট প্রয়োজন হয়। বর্তমানে বাংলাদেশে পাসপোর্ট ব্যবহারকারীদের সুবিধার্থে সরকার ই-পাসপোর্ট চালু করেছে।

পূবের এমআরপি পাসপোর্টের চেয়ে বর্তমানে ই পাসপোর্টের সুযোগ-সুবিধা অনেক বেশি। এখন ইচ্ছা করলেই আর এমআরপি পাসপোর্ট তৈরি করা যাবে না। 

তাই ই-পাসপোর্ট তৈরি বা আবেদন করার আগে ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি জানা থাকলে, পরবর্তীতে অতিরিক্ত টাকা প্রদান করতে হবে না। 

১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত? 

পাসপোর্ট এর পৃষ্ঠা এবং ভেলিভারি সময়ের উপর ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কম-বেশি হয়ে থাকে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই। 

১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট ফি-

  • রেগুলার ফি ৫৭৫০ টাকা
  • জরুরী ফি ৮০৫০ টাকা 
  • অতিব জরুরী ফি ১০৩৫০ টাকা।

 ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠা পাসপোর্ট ফি-

  • রেগুলার ফি ৮০৫০ টাকা
  • জরুরী ফি ১০৩৫০ টাকা
  • অতিব জরুরী ফি ১৩৮০০ টাকা।

আরো পড়ুনঃ ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে কি কি লাগে

১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে? 

১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠা ই পাসপোর্ট করতে রেগুলার ৫৭৫০ টাকা, জরুরী ৮০৫০ টাকা ও অতিব জরুরী ১০৩৫০ টাকা লাগে। 

 ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠা ই পাসপোর্ট করতে রেগুলার ৮০৫০ টাকা, জরুরী ১০৩৫০ টাকা ও অতিব জরুরী ১৩৮০০ টাকা লাগে। 

পাসপোর্ট ডেলিভারি সময় কতদিন? 

  • রেগুলার – ২১ দিনের মধ্যে ডেলিভারি হয়ে থাকে। 
  • জরুরী – ১০ দিনের মধ্যে ডেলিভারি হয়। 
  • অতিব জরুরী –  ২ দিনের মধ্যে ডেলিভারি হয়ে থাকে। 

পাসপোর্ট ফি কোন কোন ব্যাংকে জমা দেওয়া যায়? 

পাসপোর্ট ফি সোনালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকে জমা দিতে পারবেন। 

এছাড়া বর্তমানে বিকাশ, নগদ, রকেট, উপায় ও ইন্টারনেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাসপোর্ট ফি জমা দেয়া যাবে। 

আরো পড়ুনঃ পাসপোর্ট সংশোধন করতে কত টাকা

ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

বর্তমানে ই পাসপোর্ট ফি জমা দিতে ব্যাংকে যেতে হয় না। এখন ঘরে মোবাইল ব্যাংকিং দিয়ে পাসপোর্টের ফি পরিশোধ করা যায়। 

অনলাইনে ই পাসপোর্টের টাকা জমা দিতে Ibas Finance Gov ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপর পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং  দিয়ে পাসপোর্টের টাকা জমা দিন। 


Comments

3 responses to “১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি ২০২৪”

  1. […] আরো পড়ুনঃ ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত? […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *