পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪ | পাসপোর্ট নবায়ন ফি কত টাকা 2024

পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪

আপনার পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে থাকে বা খুব তাড়াতাড়িই মেয়াদ শেষ হলে পাসপোর্ট রিনিউ করার ফি জানতে হবে।বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্ট চালু হওয়ায় সাধারণত ৫ বা ১০ বছর পর পর পাসপোর্ট রিনিউ করতে হয়। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই অবশ্যই পাসপোর্ট রিনিউ বা নবায়ন করতে হবে।

কারণ পাসপোর্ট রিনিউ না করলে বিদেশে ভ্রমণ অসম্ভব। তাই আজকের পোস্টে পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪ এবং পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। 

পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪

৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে –

  • রেগুলার ৪০২৫ টাকা
  • জরুরী ৬৩২৫ টাক 
  • অতি জরুরী ৮৬২৫ টাকা।

৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠা পাসপোর্ট রিনিউ ফি – 

  • রেগুলার ৬৩২৫ টাকা
  • জরুরী ৮৬২৫ টাকা 
  • অতি জরুরী ১২০৭৫ টাকা।

১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে – 

  • রেগুলার ৫৭৫০ টাকা
  • জরুরী ৮০৫০ টাকা 
  • অতি জরুরী ১০৩৫০ টাকা।

১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠা পাসপোর্ট রিনিউ ফি – 

  • রেগুলার ৮০৫০ টাকা
  • জরুরী ১০৩৫০ টাকা 
  • অতি জরুরী ১৩৮০০ টাকা।

আরো পড়ুনঃ পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে

পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে?

৫ বছর মেয়াদী পাসপোর্ট রিনিউ করতে ৪৮ পৃষ্ঠার জন্য ৪,০২৫ টাকা এবং ৬৪ পৃষ্ঠার জন্য ৬,৩২৫ টাকা লাগবে। আবার ১০ বছর মেয়াদী পাসপোর্ট রিনিউ করতে ৪৮ পৃষ্ঠার জন্য ৫,৭৫০ টাকা এবং ৬৪ পৃষ্ঠার জন্য ৮,০৫০ লাগবে। 

পাসপোর্ট নবায়ন ফি কত টাকা 2024

৫ বছর মেয়াদী পাসপোর্ট নবায়ন ফি ৪৮ পৃষ্ঠার জন্য ৪ হাজার ২৫ টাক এবং ৬৪ পৃষ্ঠার জন্য ৬ হাজার ৩২৫ টাকা লাগে । 

আবার  ১০ বছর মেয়াদী পাসপোর্ট নবায়ন ফি ৪৮ পৃষ্ঠার জন্য ৫ হাজার ৭৫০ টাকা এবং ৬৪ পৃষ্ঠার জন্য ৮ হাজার ৫০ টাকা লাগে ।

পাসপোর্ট রেনু করতে কত টাকা লাগে ২০২৪?

জরুরী ভিত্তিতে ৫ বছর মেয়াদী পাসপোর্ট রেনু করতে ৪৮ পৃষ্ঠার জন্য ৬,৩২৫ টাকা এবং ৬৪ পৃষ্ঠার জন্য ৮,৬২৫ টাকা  টাকা লাগে। 

আবার ১০ বছর মেয়াদী পাসপোর্ট রেনু করতে ৪৮ পৃষ্ঠার জন্য ৮,০৫০ টাকা  টাকা এবং ৬৪ পৃষ্ঠার জন্য ১০,৩৫০ টাকা লাগে । 

আরো পড়ুনঃ পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে রিনিউ করা যায়

পাসপোর্ট রিনিউ করার খরচ কত? 

অতি জরুরী ভিত্তিতে ৫ বছর মেয়াদী পাসপোর্ট রেনু করতে ৪৮ পৃষ্ঠার জন্য ৮,৬২৫ টাকা এবং ৬৪ পৃষ্ঠার জন্য ১২,০৭৫ টাকা  টাকা লাগে। 

আবার ১০ বছর মেয়াদী পাসপোর্ট রেনু করতে ৪৮ পৃষ্ঠার জন্য ১০,৩৫০ টাকা  টাকা এবং ৬৪ পৃষ্ঠার জন্য ১৩,৮০০ টাকা লাগে । 

শেষ কথা

বর্তমানে পাসপোর্ট অফিসে পাসপোর্ট রিনিউ করতে কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা দাবি করে।আপনার ক্ষেত্রে যদি কোন কর্মকর্তা পাসপোর্ট নবায়ন করতে অতিরিক্ত টাকা দাবি করে তাহলে সরাসরি প্রধান কর্মকর্তা সঙ্গে কথা বলবেন।

FAQ’s 

পাসপোর্ট কয়বার রিনিউ করা যাবে?

পাসপোর্ট রিনিউ করার কোন সীমাবদ্ধতা নেই। পাসপোর্টের মেয়াদ যতবার উত্তীর্ণ হবে ততবার রিনিউ করতে পারবেন। 

পাসপোর্ট রিনিউ হতে কত সময় লাগে?

বর্তমানে পাসপোর্ট রিনিউ করতে বেশি দিন সময় লাগে না। কারণ এখন আর পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগে না। সাধারণত ১৫ থেকে ২১ কার্যদিবসের মধ্যেই পাসপোর্ট রিনিউ হয়ে যায়। 


Comments

6 responses to “পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪”

  1. […] আরো পড়ুনঃ পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪ […]

  2. […] আরো পড়ুনঃ পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪ […]

  3. […] আরো পড়ুনঃ পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪ […]

  4. […] আরো পড়ুনঃ পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪ […]

  5. […] আরো পড়ুনঃ পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪ […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *