ভিসা করার জন্য ইতিমধ্যে মেডিকেল চেকআপ করেছেন অথচ কিভাবে গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে হয় তা জানেন না। চিন্তার কোন কারণ নেই, এখন ঘরে বসে অনলাইন ফ্রি মেডিকেল রিপোর্ট চেক করা যায়।
ভিসা পাওয়ার জন্য আবেদনকারীকে মেডিকেল টেস্ট করতে হয়। মেডিকেল রিপোর্ট চেক করে যদি রিপোর্ট FIT হয় তাহলে ভিসার জন্য আবেদন করা যাবে। আর যদি রিপোর্ট UNFIT আসে তাহলে আবেদন করা যাবে না। এজন্য মেডিকেল রিপোর্টের ফিট এবং আনফিট যাচাই করতে গামকা মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ফলো করুন।
গামকা মেডিকেল রিপোর্ট চেক ২০২৪
অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে https://wafid.com/medical-status-search/ ক্লিক করে দিন।
এরপর আপনার সামনে উপরের ছবির মতন পেজ আসবে। “Passport No” এর ঘরে পাসপোর্ট নম্বর দিন।
“Nationality” এর ঘরে Bangladeshi সিলেক্ট করুন। সবশেষে “Check” বাটনে ক্লিক করুন।
অতঃপর, মেডিকেল রিপোর্ট হয়েছে কিনা তা দেখতে পারবেন। মেডিকেল রিপোর্টের যদি FIT আসে তাহলে ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর যদি UNFIT আসে তাহলে ভিসার আবেদন করতে অযোগ্য হবেন।
আরো পড়ুনঃ অনলাইন ফ্রি মেডিকেল রিপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক ২০২৪
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে https://wafid.com/ ওয়েবসাইটে ভিজিট করুন।
তারপর “View Medical Reports” এ ক্লিক করলে নতুন পেজ আসবে।
“Passport No” এই বক্সে পাসপোর্ট নাম্বার এবং “Nationality” এই বক্সে Bangladeshi সিলেক্ট করুন।
অতঃপর “Check” অপশনে ক্লিক করলে মেডিকেল রিপোর্টের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন।
স্লিপ নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক ২০২৪
আপনি যদি পাসপোর্ট নাম্বার ভুলে গিয়ে থাকেন স্লিপ নাম্বার দিয়েও মেডিকেল রিপোর্ট যাচাই করতে পারবেন। এজন্য প্রথমে-
https://wafid.com/medical-status-search/ ক্লিক করুন । তারপর Wafil Slip Number সিলেক্ট করুন।
“GCC Slip Number” এই বক্সে স্লিপ নাম্বার দিয়ে “Check” বাটনে ক্লিক করুন।
ব্যাস, ১ মিনিটের মধ্যেই মেডিকেল রিপোর্টের সর্বশেষ অবস্থা জানুন।
আরো পড়ুনঃ মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
মেডিকেল রিপোর্ট UNFIT আসার কারণ কি?
আপনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন তাহলে মেডিকেল রিপোর্ট UNFIT আসবে এটাই স্বাভাবিক। চলুন কোন কোন রোগের কারণে মেডিকেল রিপোর্ট আনফিট আসে তা জেনে নেই।
- HIV
- হেপাটািইটিস
- জন্ডিস
- হৃদরোগ
- চর্মরোগ
মেডিকেল রিপোর্ট UNFIT হলে করণীয় কি?
মেডিকেল রিপোর্টের মাধ্যমে জানা যায় কোন মানুষ শারীরিকভাবে সুস্থ আছেন কিনা। অনেকের অসুস্থতার জন্য মেডিকেল রিপোর্ট UNFIT আসে।
তাই আপনারও যদি অসুস্থতার কারণে মেডিকেল রিপোর্ট আনফিট আসে তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করে সুস্থতা লাভ করুন।
তারপর পরবর্তীতে আবারো মেডিকেল চেকআপ করুন। তাহলে ইনশাআল্লাহ মেডিকেল রিপোর্ট ফিট আসবে।
মেডিকেল রিপোর্টে কতদিন পরে পুনরায় পরীক্ষা দেওয়া যাবে?
যে সমস্যার কারণে মেডিকেল রিপোর্ট আনফিট এসেছিল সেই সমস্যা ঠিক হলেই পুনরায় আবারও মেডিকেল টেস্ট করা যাবে।
জিজ্ঞেসিত প্রশ্ন সমূহ – FAQ
মেডিকেল রিপোর্ট কত দিনে পাওয়া যায়?
সাধারণত মেডিকেল টেস্ট করার ৭ দিনের মধ্যে অনলাইনে মেডিকেল রিপোর্ট পাওয়া যায়। তবে অনেকের ক্ষেত্রে ১০ থেকে ১৫ দিনও সময় লাগে।
মেডিকেল রিপোর্টের মেয়াদ কতদিন থাকে?
মেডিকেল রিপোর্টের মেয়াদ ৩ মাস। মেডিকেল রিপোর্ট করার পর ৯০ দিন যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।
Leave a Reply