ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু ভিসা হয়েছে কিনা জানেন না। তাহলে আজকের পোস্ট থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম জেনে নিন।
প্রতিদিন আমাদের দেশ থেকে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণ করার জন্য হাজার হাজার মানুষ ইন্ডিয়া যাচ্ছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে ভিসা দরকার।
বর্তমানে অনেক দালাল সংস্থার সাধারণ মানুষকে ভূয়া ভিসা নিয়ে প্রতারণা করছে। তাই এইসব প্রতারণা এড়াতে আপনি ঘরে বসে অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন।
ইন্ডিয়ান ভিসা চেক করতে কি কি লাগবে-
অনলাইনে ইন্ডিয়ান ভিসা যাচাই করতে শুধুমাত্র web file নাম্বার লাগবে। যখন ভিসার জন্য আবেদন করেছিলেন তখন একটি ডেলিভারি স্লিপ দেয়া হয়। সেই ডেলিভারি স্লিপে থাকা web file নাম্বার বা ট্রাকিং নাম্বার হলেই হবে। এছাড়া পাসপোর্ট নাম্বার দিয়েও ইন্ডিয়ান ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক ২০২৪
অনেকেই প্রশ্ন করেন পাসপোর্ট নাম্বার দিয়ে কি ইন্ডিয়ান ভিসা চেক করা যাবে? জ্বি, পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন।
প্রথমে আপনাকে ক্লিক করতে হবে https://indianvisaonline.gov.in/visa/ সাইটে। তারপর “Check Your Visa Status” সিলেক্ট করুন।
এখানে Application Id এর ঘরে ১২ সংখ্যা অ্যাপ্লিকেশন আইডি নম্বর, Passport No এর ঘরে পাসপোর্ট নাম্বার এবং নিচের ক্যাপচা পূরণ করে Check status অপশনে ক্লিক করুন।
উল্লেখিত তথ্যগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ভিসার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
আরো পড়ুনঃ নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করুন
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার ছাড়াও ইন্ডিয়ান ভিসা যাচাই করা যাবে। এজন্য দরকার web file বা ট্রাকিং নাম্বার।
এজন্য সরাসরি প্রথমে www.passtrack.net সাইটে প্রবেশ করুন। তারপর Regular Visa Application Number ক্লিক করলে নতুন একটি পেজ আসবে।
এখানে web file এর ঘরে ওয়েব ফাইল বা ট্রাকিং নাম্বার দিয়ে নিচের ক্যাপচা সঠিকভাবে ফিলাপ করতে হবে।
সবশেষে Submit বাটনে ক্লিক করলে ভিসার আবেদন কি অবস্থায় আছে দেখতে পারবেন।
ভারতীয় ভিসা চেক করার নিয়ম ২০২৪
ভারতীয় ভিসা চেক করতে https://www.passtrack.net/index.php ওয়েবসাইটে ভিজিট করুন।
তারপর Regular Visa Application Number বাটনে প্রেস করে Web file Number এর ঘরে ডেলিভারি স্লিপে থাকা ট্র্যাকিং আইডি দিন।
এরপর ক্যাপচা পূরণ করে Submit বাটনে প্রেস করুন। এখন আপনার ভিসার আবেদনের সর্বশেষ অবস্থা দেখা যাবে।
আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক
ভিসা চেক কেন করবেন?
ভিসা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার অনুমতি পত্র। বিদেশে যেতে হলে অবশ্যই ভিসা করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষকে দালাল সংস্থা ভুয়া ভিসা দিচ্ছে।
আপনার ভিসা যদি কোন কারণে ভুয়া হয় তাহলে কখনোই এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন না।
তাই ভিসা হতে পাওয়ার পর আমাদের উচিত অনলাইনে ভিসা যাচাই করা। অনলাইনে চেক করার মাধ্যমে জানতে পারবেন ভিসা বৈধ কিনা।
তারই ধারাবাহিকতায় আজকে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম শেয়ার করলাম। যা সকলের জানা থাকা দরকার।
ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে?
আপনি খুব অল্প দিনেই ইন্ডিয়ান ভিসা হাতে পাবেন। মূলত আবেদন করার ৭ থেকে ১৫ দিনের মধ্যেই ইন্ডিয়ান ভিসা পাওয়া যায়। তবে কারো কারো ক্ষেত্রে সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত সময় লাগে।
সারকথা
আমাদের ওয়েবসাইটের এই পোস্টে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। এমন পাসপোর্ট ও ভিসা রিলেটেড তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Leave a Reply