যারা মালয়েশিয়া যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষা করেছেন তারা অনলাইনে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার মাধ্যমে আপনি FIT না UNFIT তা জানতে পারবেন।
দীর্ঘদিন পূর্বে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট যাচাই করতে ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করতে হতো। কিন্তু প্রযুক্তি এই, এখন অনলাইনের মাধ্যমে যেকোনো ব্যক্তির মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে কি কি লাগে-
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট যাচাই করতে পাসপোর্ট নাম্বার লাগবে। পাসপোর্ট নাম্বার ছাড়া মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট যাচাই করতে পারবেন না।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করুন
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus লিংকে ভিজিট করবেন।
তারপরে No Passport এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বার এবং Warganegara এর ঘরে Bangladesh সিলেক্ট করবেন।
সবশেষে Carian বাটনে ক্লিক করলে আপনার মেডিকেল রিপোর্টের ফলাফল পাওয়া যাবে।
আরো পড়ুনঃ কাতার মেডিকেল রিপোর্ট চেক ২০২৪
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক ২০২৪
- পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট যাচাই করতে ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus ওয়েবসাইটে
- তারপরে No Passport এর পাসপোর্ট নাম্বার টাইপ করবেন
- এরপরে Warganegara এর ঘরে Bangladesh সিলেক্ট করবেন
- অতঃপর Carian নামক বাটনে ক্লিক করে দিবেন।
এখন আপনার মেডিকেল রিপোর্ট FIT না UNFIT তা চলে আসবে। এছাড়া কোন তথ্য যদি না পান তাহলে যে মেডিকেল সেন্টার থেকে মেডিকেল চেকআপ করেছেন সেই সেন্টারে যোগাযোগ করুন।
আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট UNFIT আসলে করণীয় কি?
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট যাচাই করার পর যদি UNFIT আসে তাহলে সরাসরি সেই মেডিকেল সেন্টারে যোগাযোগ করুন যেখান থেকে মেডিকেল চেকআপ করেছেন।
বিভিন্ন কারণে মেডিকেল রিপোর্ট আনফিট আসে। কি কারণে মেডিকেল রিপোর্ট আনফিট এসেছে তা জানার পর সেই সমস্যা দূর করে পুনরায় আবার মেডিকেল চেকআপ করুন।
কেননা মেডিকেল রিপোর্টের যদি আনফিট আসে তাহলে তাহলে সেই রিপোর্ট ফিট না হওয়া পর্যন্ত মালয়েশিয়া যেতে পারবেন না। এ কারণে মেডিকেল রিপোর্ট ফিট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Leave a Reply