১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে?

১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে কি কি ও কত টাকা লাগে জানুন ২০২৪

পাসপোর্ট এর জন্য আবেদন করতে চাচ্ছেন কিন্তু জানেন না পাসপোর্ট করতে কি কি লাগে? তাহলে জেনে নিন ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে কি কি লাগে ও ফি কত টাকা।

বিদেশে যাবার জন্য পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল যখন পাসপোর্ট করতে আবেদনকারীকে বিভিন্ন ভোগান্তি পাড় করতে হতো।

কিন্তু বর্তমান সময়ে ঘরে বসে নিজে নিজে দালাল ছাড়া পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে তা জানতে হবে। চলুন মূল আলোচনা শুরু করি।

১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে কি কি লাগে

মূলত পাসপোর্ট করতে কি কি লাগে তা সম্পূর্ণ নির্ভর করবে আবেদনকারীর বয়স ও পেশার ওপর। চলুন দেখে নেওয়া যাক শিশুদের, বড়দের ও সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করতে কি কি প্রয়োজন।

শিশুদের ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে কি কি লাগে

  • অনলাইন আবেদন পত্রের ফরম
  • শিশুর জন্ম নিবন্ধন কার্ড (অনলাইন কপি)
  • পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি
  • আবেদন ফি পরিশোধের চালানের কপি

যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের পাসপোর্ট করতে মূলত উপরোক্ত কাগজপত্র গুলো লাগবে। বিশেষ করে অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি অত্যন্ত জরুরী।

আরো পড়ুনঃ ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত?

১৮ বছরের উপরে পাসপোর্ট করতে কি কি লাগবে

  • পাসপোর্ট এর আবেদন পত্রের ফরম
  • ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • চারিত্রিক বা নাগরিক সনদপত্র
  • গ্যাস/পানি/বিদ্যুৎ বিলের ফটোকপি
  • আবেদন ফি পরিশোধের চালানের কপি
  • আবেদনকারী বিবাহিত হলে নিকাহনামা

মূলত যাদের বয়স ১৮ বছরের উপরে তাদেরকেই প্রাপ্তবয়স্ক ধরা হয়। প্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্ট করতে উপরোক্ত কাগজপত্রগুলো লাগবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট আইডি কার্ড বা সার্টিফিকেট দরকার।

সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে?

  • অনলাইন আবেদন পত্র ফরম
  • আবেদনকারী এনআইডি কার্ডের ফটোকপি
  • নাগরিক বা চারিত্রিক সনদপত্র
  • গ্যাস/পানি/বিদ্যুৎ বিলের ফটোকপি
  • বিবাহিতদের জন্য কাবিননামা
  • GO বা NOC প্রয়োজন

সাধারণত সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO ও NOC খুবই প্রয়োজনীয় সনদ।

১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪

পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা ও পাসপোর্ট ডেলিভারির ধরনের ওপর 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে তা নির্ভর করে।

১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠা পাসপোর্ট ফি

  • রেগুলার – ৫৭৫০ টাকা
  • জরুরী – ৮০৫০ টাকা
  • অতি জরুরী – ১০৩৫০ টাকা।

১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠা পাসপোর্ট ফি

  • রেগুলার – ৮০৫০ টাকা
  • জরুরী – ১০৩৫০ টাকা
  • অতিব জরুরী – ১৩৮০০ টাকা।

আরো পড়ুনঃ পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে ২০২৪

১০ বছর মেয়াদি ই পাসপোর্ট আবেদন করার নিয়ম

নতুন পাসপোর্ট এর জন্য অনলাইন বা পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। তবে অনলাইনে আবেদন করলে সময় ও শ্রম দুটোই বাঁচবে।

১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট আবেদন করতে https://www.epassport.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

তারপর ‘Apply Online’ বাটনে প্রেস করে যে পেজ আসবে সেই পেজের নির্দেশাবলী অনুসার করে ঘরগুলো ফিলাপ করুন।

এখন আবেদন ফি জমা দিয়ে বায়োমেট্রিক এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন। সবশেষে বায়োমেট্রিক তথ্য প্রদান করে পাসপোর্ট ডেলিভারি স্লিপ সংগ্রহ করুন।

সারকথা

প্রিয় পাঠক বৃন্দ আশা করি, ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে ও আবেদন ফি কত তা জানতে পেরেছেন।

এছাড়াও আজকের পোস্ট নিয়ে আপনার কোন মতামত থাকলে কমেন্ট করতে পারেন। এরকম আরো পাসপোর্ট সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।


Comments

4 responses to “১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে কি কি ও কত টাকা লাগে জানুন ২০২৪”

  1. […] তবে শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করা যায় না। পাসপোর্ট করতে ভোটার আইডি কার্ড বা অনলাইন জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র, ইউটিলিটি বিলের কাগজ সহ আরো অন্যান্য কাগজপত্র লাগে। পাসপোর্ট করতে কি কি লাগে তা জানতে পড়ুনঃ পাসপোর্ট করতে কি কি লাগে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *