ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন পাসপোর্ট অফিসে মোবাইল করে। এজন্য আজকের পোস্টে পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার নিয়ে আলোচনা করবো।

নতুন পাসপোর্টে আবেদন করা কিংবা পাসপোর্ট রিনিউ করার যাই করুন না কেন, অবশ্যই আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। কিন্তু অনেকেই জানেন না দেশের সকল পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার এবং ঠিকানা সম্পর্কে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই।

ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

বিভাগীয় পাসপোর্ট অফিস ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে অবস্থিত। আগারগাঁও পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার 01733393323। 

উত্তরা পাসপোর্ট অফিসের ঠিকানা এবং মোবাইল নাম্বার 

উত্তরার পাসপোর্ট অফিস প্লট নং – ০৫, রোড নং – ৩/বি, ব্লক – এইচ, সেক্টর – ১৫, উত্তরায় অবস্থিত। মোবাইল নাম্বারঃ 01733393328 । 

রাজশাহী পাসপোর্ট অফিসের ফোন নাম্বার 

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিস নওগাঁ হাইওয়ে, ২৬ শালবাগান, রাজশাহীতে অবস্থিত। এ জেলার মানুষ পাসপোর্ট সম্পর্কিত তথ্য পেতে এই নাম্বারে ফোন করবেন। রাজশাহী পাসপোর্ট অফিসের ফোন নাম্বার: 01733393380 । 

আরো পড়ুনঃ পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে রিনিউ করা যায়

চট্টগ্রাম পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস মনসুরাবাদের চট্টগ্রাম অবস্থিত। হটলাইন নাম্বার: 01733393350 ।

সিলেট পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস সিলেট শহরে অবস্থিত। পাসপোর্ট সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য 01733-393361 এই নম্বরে ফোন করে যোগাযোগ করবেন। 

রংপুর পাসপোর্ট অফিসের নাম্বার এবং ঠিকানা 

রংপুরের বিভাগীয় পাসপোর্ট অফিস, রংপুর কলেজ রোডে অবস্থিত। মোবাইল নাম্বারঃ 01733393389 । 

আরো পড়ুনঃ পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪

কুমিল্লা পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

কুমিল্লা পাসপোর্ট অফিস নোয়াপাড়া, হালিমানগর, কোতয়ালী, কুমিল্লায় অবস্থিত। কুমিল্লা পাসপোর্ট অফিসের হটলাইন নাম্বারঃ 01733393352 । 

বরিশাল পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিস বরিশাল শহরে অবস্থিত। বরিশাল জেলার মানুষ পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধান পেতে 01733393374 নাম্বারে যোগাযোগ করবেন। 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *