পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে ২০২৪ 

পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে ২০২৪ 

পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হবার আগেই পাসপোর্ট রিনিউ করা দরকার। কারণ পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হলে পরবর্তী এই পাসপোর্ট কোনো কাজে আসবে না।

বর্তমানে পাসপোর্ট রিনিউ করার নিয়ম জানার পাশাপাশি পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে ২০২৪ জানতে হবে। তাই চলুন পাসপোর্ট রিনিউ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে 

  • আগের পাসপোর্টের মূল এ ফটোকপি
  • পাসপোর্ট রিনিউ ফি পরিশোধের রশিদ
  • জাতীয় পরিচয়পত্র  বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ
  • সরকারি চাকরিজীবী হলে  GO/NOC
  • পাসপোর্ট রিনিউ রেজিস্ট্রেশন ফরম 

আরো পড়ুনঃ পাসপোর্ট রিনিউ করার ফি ২০২৪ 

পাসপোর্ট রিনিউ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

পাসপোর্ট রিনিউ করতে পূর্বের পাসপোর্টের মূল এ ফটোকপি, পাসপোর্ট রিনিউ ফি পরিশোধের রশিদ, জাতীয় পরিচয়পত্র  বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ, সরকারি চাকরিজীবী হলে  GO/NOC এবং পাসপোর্ট রিনিউ রেজিস্ট্রেশন ফরম লাগবে। 

পাসপোর্ট রিনিউ করতে এর বেশি কাগজপত্রের দরকার হয় না। এছাড়া যদি কোন ডকুমেন্টস লাগে তাহলে কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দিবে। 

পাসপোর্ট নবায়ন করতে কি কি লাগে? 

  • আগের পাসপোর্টের মূল এ ফটোকপি
  • রিনিউ ফি পরিশোধের রশিদ 
  • জাতীয় পরিচয়পত্র  বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ
  • তথ্য সংশোধনের ক্ষেত্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
  • সরকারি চাকরিজীবী হলে  GO/NOC
  • পাসপোর্ট রিনিউ রেজিস্ট্রেশন ফরম 

আরো পড়ুনঃ পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে রিনিউ করা যায়

আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিকানা বের করা যাবে? 

FAQ’s 

অনলাইনে পাসপোর্ট রিনিউ করা যাবে?

এখন পাসপোর্ট রিনিউ করার জন্য পাসপোর্ট অফিসে যেতে হবে না। বর্তমানে ঘরে বসে অনলাইনে পাসপোর্ট রিনিউ করা যাচ্ছে। 

পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট রিনিউ করা যাবে? 

জ্বি, বর্তমানে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট করা যায়। 

পাসপোর্ট রিনিউ করতে কি পুলিশ ভেরিফিকেশন লাগে? 

বর্তমানে ই পাসপোর্ট রিনিউ করতে পুলিশ ভেরিফিকেশনের দরকার হয় না।

পাসপোর্ট নবায়ন করতে কত দিন লাগে?

পাসপোর্ট নবায়ন করতে সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত সময় লাগে। এছাড়া জরুরী ভিত্তিতে পাসপোর্ট নবায়ন করতে সাত দিন এবং অতি জরুরী পাসপোর্ট নবায়ন করতে ৩ দিন সময় লাগে। 


Comments

4 responses to “পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে ২০২৪ ”

  1. […] আরো পড়ুনঃ পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে […]

  2. […] আরো পড়ুনঃ পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *