পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করেছেন অথচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময় কতদিন জানেন না। তাহলে আজকের পোস্ট থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কত দিন লাগে জেনে নিন।
বিদেশে ভ্রমণ অথবা সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার হয়। বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স অনেক গুরুত্বপূর্ণ একটি সনদ।কেননা এই সার্টিফিকেট ছাড়া বিদেশ ভ্রমণ করা যায় না।
তা্ই চলুন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ডেলিভারি সময় কতদিন এবং পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের সর্বশেষ অবস্থা জানার উপায় জেনে নেওয়া যাক।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময়
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময় সম্পূর্ণ নির্ভর করে পুলিশি তদন্তের ওপর। সাধারণত ৭ থেকে ১০ কার্য দিবসের মধ্যেই পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাওয়া যায়।
ঢাকা শহরের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পেতে সর্বোচ্চ ৭ দিন এবং ঢাকা শহরের বাইরে সর্বোচ্চ ১০ দিন সময় লাগে। এছাড়া কারো কারো আবার সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় লেগে যায় পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেতে।
আরো পড়ুনঃ পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কতদিন লাগে?
বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে ৭-১০ দিন লাগে। ঢাকার মধ্যে সর্বোচ্চ ৭ দিনে ও ঢাকার বাইরে সর্বোচ্চ ১০ দিনে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায়।
আপনি যদি আবেদন করার ১০ দিন পরেও পুলিশ ক্লিয়ারেন্স না পান তাহলে আরো ৫ দিন অপেক্ষা করতে পারেন। অতঃপর, তাও যদি না পান তাহলে সরাসরি নিকটস্থ থানায় যোগাযোগ করুন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ কতদিন?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ ৯০ দিন। অর্থাৎ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পাবার ৯০ দিনের (৩ মাস) মধ্যেই দেশের বাইরে যেতে হবে।
যদি পুলিশ ক্লিয়ারেন্স পাবার ৯০ দিনের মধ্যে বিদেশ গমন না করেন তাহলে পুলিশ ক্লিয়ারেন্স মেয়াদ শেষ হয়ে যাবে। যদি মেয়াদ তো শেষ হয়ে যায় সেক্ষেত্রে আবারো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে।
আরো পড়ুনঃ brta gov bd ড্রাইভিং লাইসেন্স চেক
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের সর্বশেষ অবস্থা জানুন
বর্তমান সময়ে ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এজন্য অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার নিয়ম জানতে হবে।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স যাচাই করতে পাসপোর্ট নম্বর, রেফারেন্স নাম্বার এবং মোবাইল নাম্বার লাগবে।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে লগইন করুন pcc.police.gov.bd ওয়েবসাইটে। তারপরে “My Account” থেকে “Application Information” অপশনে ক্লিক করে রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দিন ।
সবশেষে “Search” বাটনে ক্লিক করুন। তারপর পুলিশ ক্লিয়ারেন্স আবেদন কি অবস্থায় আছে তা দেখা যাবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক
সার কথা
আজকের এই পোস্টে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হতে কতদিন সময় লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
Leave a Reply