আপনি কি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন? তাহলে ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করে জেনে নিন আবেদনের সর্বশেষ অবস্থা।
পাসপোর্ট বা ভিসা যেটাই করতে যান না কেন অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন। এক কথায়, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বিদেশে যেতে পারবেন না। এছাড়া দেশের ভিতরেও সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে পুলিশ ক্লিয়ারেন্স দরকার হয়।
প্রযুক্তির এই যুগে, এখন ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা যায়। সেই সাথে আবেদনের সর্বশেষ অবস্থাও জানতে পারবেন। চলুন কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স চেক করবেন তা জেনে নেই।
পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে কি কি লাগবে?
ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্স যাচাই করতে মোট তিনটি নম্বর প্রয়োজন। রেফারেন্স নম্বর, পাসপোর্ট নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর এই ৩ টি নম্বর হলেই আপনি নিজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের স্ট্যাটাস দেখতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে pcc.police.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
তারপর Menu অপশন থেকে “My Account” অপশনে ক্লিক করে “Application Information” অপশনে রেফারেন্স নম্বর, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর দিয়ে যাচাই করুন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হয়েছে কিনা।
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের নিয়ম অনুসরণ করুন।
স্টেপ ১ঃ সর্বপ্রথম pcc.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Sing in বাটনে ক্লিক করুন। তারপর মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে login করুন।
স্টেপ ২ঃ এরপর Menu অপশন থেকে “My Account” বাটনে ক্লিক করে “Application Information” এ ক্লিক করলে একটি ফর্ম আসবে
স্টেপ ৩ঃ এই ফর্মের ১ম ঘরে রেফারেন্স নাম্বার, ২য় ঘরে পাসপোর্ট নাম্বার ও ৩য় ঘরে মোবাইল নাম্বার দিন।
শেষ স্টেপঃ অতঃপর এই তিনটি নম্বর সঠিকভাবে দিয়ে “Search” বাটনে ক্লিক করুন।
এখন হয়তো আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের স্ট্যাটাস দেখতে পারছেন। মূলত এরকম হবেই আপনি পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন।
আরো পড়ুনঃ ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক
SMS এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স চেক
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেক করার আরেকটি সহজ উপায় হচ্ছে এসএমএস। মোবাইলে একটি এসএমএস এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের স্ট্যাটাস জানতে পারবেন।
এজন্য সরাসরি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PCC<স্পেস>S<স্পেস>রেফারেন্স নাম্বার দিন। তারপর পাঠিয়ে দিন ২৬৯৬৯ এই নাম্বারে।
উদাহরণস্বরূপঃ PSS S *********
আরো পড়ুনঃ পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন
কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হয়?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের সর্বশেষ স্ট্যাটাস জানতে ফোনের এসএমএস অপশন থেকে PCC<স্পেস>S<স্পেস>Reference Number টাইপ করে 26969 নাম্বারে পাঠিয়ে দিন।
কিছুক্ষণ অপেক্ষা করলে ফিরতি মেসেজের মাধ্যমে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
সারকথা
আশা করি, আজকের এই পোস্ট থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার সঠিক নিয়ম জানতে পেরেছেন। এরকম আরো প্রযুক্তি বিষয়ে তথ্য পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন।
Leave a Reply