কাতার মেডিকেল রিপোর্ট চেক ২০২৪ | qatar medical report check

কাতার মেডিকেল রিপোর্ট চেক করুন ১ মিনিটে 

আপনি যদি কাতার যাওয়ার জন্য মেডিকেল চেকআপ করে থাকেন তাহলে এখন ঘরে বসেই কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।

বাংলাদেশ থেকে প্রতিদিন অসংখ্য মানুষ কাজের উদ্দেশ্যে কাতার যাচ্ছে। কাতারে যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করতে হয়। আর ভিসার জন্য আবেদন করতে আবেদনকারীকে মেডিকেল চেকআপ করতে হয়।  সাধারণত একজন ব্যক্তি শারীরিকভাবে কতটুকু সুস্থ তা মেডিকেল চেকআপের মাধ্যমে জানা যায়। 

মেডিকেল চেকআপ করার ১০ থেকে ১৫ দিনের মধ্যে মেডিকেল রিপোর্টের ফলাফল জানা যায়। এছাড়া আপনার মেডিকেল রিপোর্টে কি এসেছে তা কাতার মেডিকেল রিপোর্ট চেক করে জানতে পারবেন। 

কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে যা যা লাগবে- 

কাতার মেডিকেল রিপোর্ট যাচাই করতে ভিসার নাম্বার এবং পাসপোর্ট নাম্বার লাগবে। এ দুটো জিনিস হলেই আপনি নিজেই কাতার মেডিকেল রিপোর্টের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন। 

কাতার মেডিকেল রিপোর্ট চেক ২০২৪ 

ধাপ ১ঃ অনলাইনে কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে সর্বপ্রথম qatarmedicalcenter.com/status-check সাইটে ভিজিট করবেন।

কাতার মেডিকেল রিপোর্ট চেক ২০২৪ | qatar medical report check

ধাপ ২ঃ তারপরে VISA NUMBER এর ঘরে ভিসার কাগজে থাকা নাম্বার এবং PASSPORT NUMBER এর ঘরে নিজের পাসপোর্ট নাম্বার দিন।

ধাপ ৩ঃ এরপরে I’m not robot বাটনে প্রেস করে Submit বাটনে ক্লিক করবেন। 

এখন কাতার মেডিকেল রিপোর্টের স্ট্যাটাস দেখতে পারবেন। অর্থাৎ, আপনার কাতার মেডিকেল রিপোর্ট কি অবস্থা হয়েছে সেটা জানতে পারবেন। 

আরো পড়ুনঃ মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক করুন 

  • পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে qatarmedicalcenter.com/status-check সাইটে ভিজিট করবেন 
  • তারপরে প্রথম ঘরে ভিসা নাম্বার লিখুন 
  • এরপরে দ্বিতীয় ঘরে পাসপোর্ট নাম্বার লিখবেন 
  • অতঃপর I’m not robot পূরণ করে Submit বাটনে ক্লিক করবেন।

আপনার প্রদত্ত তথ্য যদি ঠিকঠাক থাকেন তাহলে কাতার মেডিকেল রিপোর্ট সংক্রান্ত তথ্য চলে আসবে। 

আরো পড়ুনঃ সৌদি মেডিকেল রিপোর্ট চেক

FAQ’s 

কাতার মেডিকেল করতে কত টাকা লাগে?

কাতার মেডিকেল রিপোর্ট করতে সাধারণত ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত লাগে। আবার অনেকের ক্ষেত্রে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত লেগে যায়। তবে দালালের খপ্পরে পড়লে ৮-১০ হাজার টাকা খরচ হয়। 

কাতার মেডিকেল রিপোর্ট কতদিন পর পাওয়া যায়

মেডিকেল চেকআপ করার ৭ থেকে ১৫ দিনের মধ্যেই কাতার মেডিকেল রিপোর্টের ফলাফল পাওয়া যায়। চেকআপ করার ১৫ দিন পরে যদি মেডিকেল রিপোর্টের ফলাফল না আসে তাহলে মেডিকেল সেন্টারে যোগাযোগ করবেন। 

কাতার মেডিকেল রিপোর্ট আনফিট করনীয় কি?

যদি কোন কারনে কাতার মেডিকেল রিপোর্ট আনফিট আসে তাহলে যে সমস্যার কারণে UNFIT এসেছে সেই সমস্যা ঠিক করা। তারপর আবেদনকারী সুস্থ হলে পুনরায় আবেদন করবেন। 


Comments

4 responses to “কাতার মেডিকেল রিপোর্ট চেক করুন ১ মিনিটে ”

  1. […] আরো পড়ুনঃ কাতার মেডিকেল রিপোর্ট চেক […]

  2. […] আরো পড়ুনঃ কাতার মেডিকেল রিপোর্ট চেক ২০২৪ […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *