আপনি যদি সৌদি ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে নিশ্চয়ই মেডিকেল চেকআপ করেছেন। মেডিকেল রিপোর্ট কি অবস্থায় রয়েছে তা সৌদি মেডিকেল রিপোর্ট চেক করার মাধ্যমে জানতে পারবেন।
সৌদি আরব যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল পরীক্ষা ছাড়া কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। বর্তমানে ঘরে বসেই সৌদি মেডিকেল রিপোর্ট যাচাই করা যাবে। তাই চলুন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।
সৌদি মেডিকেল রিপোর্ট চেক করতে যা যা লাগবে-
- আবেদনকারীর পাসপোর্ট নাম্বার
- অথবা আবেদনকারীর Wafid স্লিপ নাম্বার
সৌদি মেডিকেল রিপোর্ট চেক করুন
ধাপ ১ঃ সৌদি মেডিকেল চেক করতে https://wafid.com/ ওয়েবসাইটে ভিজিট করবেন।
ধাপ ২ঃ এবার View Medical Reports অপশনে ক্লিক করবেন।
ধাপ ৩ঃ এখন পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে By passport Number সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার দিন।
আর স্লিপ নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট যাচাই করতে Wafid Slip Number সিলেক্ট করে স্লিপ নাম্বার দিবেন।
ধাপ ৪ঃ পাসপোর্ট নাম্বার অথবা স্লিপ নাম্বার দেওয়ার পরে Check বাটনে ক্লিক করবেন।
এখন আপনার প্রদত্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে অবশ্যই সৌদি মেডিকেল রিপোর্ট হয়েছে কিনা তা দেখতে পারবেন।
আরো পড়ুনঃ কাতার মেডিকেল রিপোর্ট চেক ২০২৪
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক করতে wafid.com/medical-status-search/ লিংকে ক্লিক করবেন।
- এখন By passport Number সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার লিখবেন।
- এরপরে Nationality অপশন হতে Bangladeshi সিলেক্ট করবেন।
- অতঃপর Check অপশনে ক্লিক করবেন।
স্লিপ নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক করুন
- স্লিপ নাম্বার দিয়ে সৌদি মেডিকেল যাচাই করতে ভিজিট করুন wafid.com/medical-status-search/ ওয়েবসাইটে।
- তারপরে Wafid Slip Number সিলেক্ট করুন।
- এবার আবেদনকারীর Wafid স্লিপ নাম্বার টাইপ করবেন।
- অতঃপর Check অপশনে ক্লিক করে দিবেন।
আরো পড়ুনঃ মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
শেষ কথা
অনলাইনে মেডিকেল রিপোর্ট যাচাই করার পরে যদি কোন তথ্য না পান।তাহলে যে ডায়গনস্টিক সেন্টার থেকে মেডিকেল চেকআপ করেছেন সরাসরি সেই ডায়গনস্টিক সেন্টারে যোগাযোগ করে মেডিকেল রিপোর্টে কি এসেছে তা যাচাই করুন।
FAQ’s
সৌদি মেডিকেল রিপোর্ট কত দিনে আসে?
সাধারণত সৌদি মেডিকেল রিপোর্ট ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে পাওয়া যায়।
সৌদি মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কতদিন থাকে?
সৌদি মেডিকেল রিপোর্টের মেয়াদ থাকে ৩ মাস।
সৌদি মেডিকেল আনফিট কেন হয়?
HIV, হেপাটািইটিস, জন্ডিস ও করোনা পজেটিভ ইত্যাদি কারণে সৌদি মেডিকেল রিপোর্ট আনফিট আসে।
সৌদি মেডিকেল আনফিট হলে কত দিন পর মেডিকেল করা যায়
সৌদি মেডিকেল রিপোর্ট যদি কোন কারণে আনফিট আসে তাহলে যে সমস্যার কারণে আনফিট এসেছে তা ঠিক হলে আবারো মেডিকেল করা যাবে। এখানে সময়ের কোন বাধ্যবাধকতা নেই।
সৌদি আরবের মেডিকেল করতে কত টাকা লাগে?
সৌদি আরবের মেডিকেল করতে ১,৫০০ টাকা লাগে। কিন্তু বর্তমানে মেডিকেল চেকআপ করতে ৪,০০০ টাকার উপরে লাগে।
Leave a Reply